বাংলাদেশে ​​​​​​​সরকারিদলের লুটপাট দেখে ডাকাতরাও ব্যাংক লুট শুরু করেছে: রিজভী

বাংলাদেশে   ​​​​​​​সরকারিদলের লুটপাট দেখে ডাকাতরাও ব্যাংক লুট শুরু করেছে: রিজভী
​​​​​​​নিজস্ব প্রতিবেদক
সরকারিদলের লুটপাট দেখে ডাকাতরাও ব্যাংক লুট শুরু করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ঘনিষ্ঠজনের যেহেতু বাংলাদেশের মানুষের টাকা লুটপাট করছে, হরি লুট করছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করছে। তাদের লুটপাট দেখে দেশের চোর ডাকাত ও সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি শুরু করেছে।

Nagad_Ad

বুধবার মোহাম্মদপুরে শ্রমিকদল আয়োজিত ইফতার মাহফিলে রিজভী এসব বলেন।

রিজভী বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন সংসদ সদস্যের বিদেশে ২৫০ এর অধিক বাড়ি রয়েছে। অঢেল টাকা বিদেশে পাচার করেছে। সরকারের লোকেরা লাখ লাখ কোটি টাকা পাচার করে মালয়েশিয়া, কানাডাসহ উন্নত বিশ্বে বেগম পাড়া তৈরি করেছে। তাদের এই লুটপাট দেখে ডাকাতরাও এখন উৎসাহিত হয়েছে।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, আপনারা দেখেছেন গতকাল (মঙ্গলবার) বান্দরবানের ব্যাংক ডাকাতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুকি চিন গোষ্ঠী এ ব্যাংক লুট করেছে। আবার সিআইডি বলছে অন্য কথা। লুটপাট নিয়েও সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

ইফতার মাহফিলে আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কাওসার পিন্টু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ বাবুসহ নেতৃবৃন্দ