জনপ্রতিনিধিদের সুনাম নষ্ট করছে একটি মহল।নষ্ট হচ্ছে সামাজিকতা
প্রথমসময় ডেস্ক:
প্রযোজনে প্রিয়জন ব্যবহার করে আওয়ামীলীগের কাজ একজন জনপ্রতিনিধীকে যখন দরকার হয় তখন বাহ বাহ প্রযোজন পুরিয়ে গেলে সালার বেটা বলতে ও মুখে বাজে না। বলছি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান এর কথা। তার কিছুট অবদান হলে ও চরহাজারী ইউনিয়নের জনগনের কাছে আছে। স্বাথ আঘাত লাগলে কেউ ভাল মানুষ নয় মানুষ মাত্র ভুল করে সমাধান ও হয়।কাজে অতিতের সমস্য সমঝোতার মাঝে সমাধার করলে সমাজ উন্নত হবে। বিভিন্ন সময় দলিয় নেতাদেরকে নিয়ে যে ভাষায় ব্যবহার করে ফেসবুক লাইভে আসি যখন তখন উপস্থাপন করেন তাতে নতুন প্রজন্ম কি আশা করে? যেন দেখার কেউ নাই। ডিজিটা আইনে ভয় ও নাই কারন ডিজিটাল দেশ তো তাই । নিবে নিচে ফেসবুক থে নেওয়া কিছু অংশ।
ঐ সকল বখাটে দের উৎস্বর্গ করেছে প্রমান সহ যারা অবান্তর মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে একজন সফল জনপ্রিয় চেয়ারম্যানের চরিত্র হনন করতে অপচেষ্টা চালিয়ে ছিলি। আমি সকলের জ্ঞেতার্থে আবারো বলছি এই অপশক্তিরা অতীতেও অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন আবার তাদের সেই চিরচেনা চরিত্র সাধারণ জনগনের কাছে ফুটিয়ে তুলছে।
তবে তোরা একটা কথা মনে রাখবি "সম্মান ইজ্জত দেয়া এবং নেয়া দুটোই আল্লাহ প্রদত্ত সুতারাং আল্লাহ না চাইলে তোরা সারাদিন তার পিছে লেগে থেকেও তার বিন্দু পরিমাণ সম্মান হানি করতে পারবি না।
বি:দ্র: উপরের ছবিগুলো গত দুই দিন আগে চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা সাহেবের নিজ কোটায় প্রত্যেকটি (১ থেকে ৯ নং) ওয়ার্ডের স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি দের মাধ্যমে প্রকৃত গরীব, অসহায় ও মানুষের মাঝে বিতরণের কয়েকটি স্থির চিত্র মাত্র।