ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড.সুফিয়া কামাল বলেছেন, কাউকে লুট করতে দিবেন না, কোন লুটেরাদের সাথেও যাবেন না। যারা ক্ষতি করে তাদের সাথে যাবেন না, নিজেরা শক্ত হাতে সত্যতার সাথে নিজেদের সম্পদ রক্ষা করতে হবে। আমি আমরা আপনাদের সাথে আছি।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে জাদুকাটা পাশে বারেকটিলা সংলগ্ন বালুর মাঠে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠনের ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) ও বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই অঞ্চলে জীবিকা উপার্জনের সুযোগ তৈরি করে দেয় প্রকৃতি। আর এই প্রকৃতিকেই ধ্বংস করে দেয়া হচ্ছে। এ জায়গায় অনেক সম্ভাবনাময়ী। তাই এ জায়গার কোনো ক্ষতি করতে দেয়া যাবে না
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ধরার আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসাইন,উ
editor সেপ্টেম্বর 6, 2024 0
Sohag জুন 30, 2024 0
Sohag অক্টোবর 6, 2024 0
Sohag নভেম্বর 2, 2024 0
Sohag এপ্রিল 1, 2025 0
Sohag ফেব্রুয়ারী 18, 2024 0